২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালে নৌকার শাম্মীসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল।

আপডেট: ডিসেম্বর ৫, ২০২৩

সুরুজ আহম্মেদ।।
বরিশাল ৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং দপ্তর। মনোনয়নপত্র চূড়ান্ত বাছাইয়ে দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে সোমবার বিকেলে বাদ হয়ে যায় শাম্মীর মনোনয়ন।
এর আগে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিল না করেই শাম্মী বাংলাদেশে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বলে অভিযোগ করেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা পংকজ দেবনাথ। দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র হিসেবে সেখানে প্রার্থী হয়েছেন তিনি। শাম্মী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মীর মনোনয়ন বাতিল হওয়ার মধ্য দিয়ে পংকজের কপাল খুলছে কিনা সেই প্রশ্ন ওই আসনের বাসিন্দাদের মধ্যে।
এদিকে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে বরিশাল জেলার ৬ সংসদীয় আসন থেকে মনোনয়ন দাখিল ৫৫ জনের মধ্যে ১০ জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম।
তথ্য অনুযায়ী, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে হলফনামা দাখিল করেননি ও দলীয় মনোনয়ন সংযুক্ত না থাকার কারণে জাকের পার্টির প্রার্থী রিয়াজ মোর্শেদ জামান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) বাংলাদেশ কংগ্রেস দলের মিরাজ খানের মনোনয়ন বাতিল হয়েছে। ঋণ খেলাপী থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়। এই আসনে জাতীয় পার্টি-জেপির প্রার্থী ব্যরিস্টার আলবার্ট বাড়ৈর মনোনয়ন বাতিল হয়েছে। তিনি সঠিকভাবে মনোনয়ন ফরম পূরণ করেননি তাছাড়া দাখিল করা হলফনামায় ৩০০ টাকার কোর্ট ফি সংযুক্ত করেননি। বরিশাল ৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে কারও মনোনয়ন বাতিল হয়নি।
বরিশাল ৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের অস্ট্রেলিয়ায় দ্বৈত নাগরিকত্ব থাকায় মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আসাদুজ্জামানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। কারণ তার দল আসাদুজ্জামানের দলীয় মনোনয়ন বাতিল করেছে।
বরিশাল ৫ (সদর) আসনেও কারও মনোনয়নপত্র বাতিল হয়নি।
বরিশাল ৬ (বাকেরগঞ্জ) আসনে ঋণ খেলাপির কারণে স্বতন্ত্র প্রার্থী শামসুল আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এক শতাংশ ভোটারের সমর্থন সঠিক না পাওয়া এবং ঋণ খেলাপির কারণে স্বতন্ত্র প্রার্থী জাকির খান সাগরের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই আসনে ১ শতাংশ ভোটারের সমর্থন সঠিক না পাওয়া স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার মিঞা ও স্বতন্ত্র প্রার্থী নুর এ আলম সিকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বাংলাদেশ কংগ্রেস দলের হুমায়ুন কবিরের দলীয় মনোনয়ন তার নিজ দল বাতিল করায় মনোনয়ন বাতিল হয়েছে।#

73 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন