২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

উজিরপুরের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৩

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার নব যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ সরদার , মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ প্রমুখ । উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম , নজরুল ইসলাম মাঝি , উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার , যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাসুম , সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ও তার পূর্বে বিভিন্ন সময় পাকিস্তানি বাহিনী ও তার দোসরদের হাতে এদেশের বুদ্ধিজীবীরা হত্যা হয়েছিল। আজ তাদের স্বরনে দিবসটি পালন করা হয় ।

79 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন