২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

হিজলায় নির্বাচনী প্রচারণা শুরু মাঠে প্রান্তেরে ঈগল

আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৩

বিজয় নিউজঃঃ জাতীয় সংসদ নির্বাচনে ফুরফুরে মেজাজে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের সমর্থক। ১৮ ডিসেম্বর হিজলায় ঈগল পাখি মার্কা নিয়ে উৎসুক জনতা।নৌকা লাঙ্গল হিজলায় অনুপস্থিত থাকলেও ঈগল পাখি মার্কা নিয়ে উৎসুক জনতা। বরিশাল ৪ আসন হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট নিয়ে গঠিত। এ আসনের পর পর ২ বার নৌকা প্রতীক নিয়ে এম পি হন পংকজ নাথ। আন্তর্জাতিক বিষয়ক শাম্মি আহমেদ নৌকার মনোনয়ন পেলে নৌকা থেকে ছিটকে পড়েন পংকজ সব শেষে ১৮ ডিসেম্বর পযন্ত তিনটি স্থরে বিদেশি নাগরিকত্বের কারনে নৌকা রয়ে যায় ধোয়াশয়। ১৮ ডিসেম্বর সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষে পংকজ নাথ ঈগল মার্কা নিয়ে বরিশাল ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতায় ফিরেন।নৌকা বিহীন বরিশাল ৪ আসনে অনেকটা ফুরফুরে মেজাজে মাঠে ঈগল। সোমবার বিকেলে হিজলা উপজেলা সদর খুন্না বাজার, কাউরিয়া, হিজলা গৌরবদী, হরিনাথপুরে ঈগল নিয়ে নির্বাচনে নেমে পড়ে উৎসুক জনতা।

138 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন