আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৩
সাইফুল ইসলাম :: থেমে থেমে চলছে বরিশালের চার আসনের নির্বাচনী প্রচারণা। কখনো নৌকা কখনোও ঈগল । রোদ বৃষ্টি খেলার মত এখানের নির্বাচনী হাওয়া। এক সময় নৌকার দখলে হিজলা মেহেন্দিগঞ্জ। এক সময় ঈগলের দখলে হিজলা মেহেন্দিগঞ্জ। তাল গলে আমজনতা। দিশেহারা ভোটার।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে হিজলা মেহেন্দিগঞ্জ আসন কার কপালে জুটবে এ নিয়ে চিন্তিত হিজলা মেহেন্দিগঞ্জের জনগণ। নমিনেশনের পর থেকে এ আসনে চলছে নানা সমীকরণ। পরপর দুইবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পংকজ নাথ নৌকা প্রতীকে এমপি হলেও এ বছর নৌকা থেকে ছিটকে পড়েন। মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাম্মি আহাম্মেদ। দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচন কমিশন থেকে ছিটকে পড়েন তিনি। ভাগ্য বদল হয় এমপি পঙ্কজ নাথের। ঈগল মার্কায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী প্রচারণায় নামেন তিনি। ২১ ডিসেম্বর হিজলায় ঈগল মার্কার নির্বাচনী প্রচারণায় তাক লাগিয়ে দেন তিনি। একইদিন নৌকার প্রার্থী শাম্মী আহামে চেম্বার আদালতে নতুন করে নৌকা মার্কার জন্য আবেদন করেন। দুই জানুয়ারি আদালতের দিকে তাকিয়ে আছে হিজলা মেহেন্দিগঞ্জ উপজেলার ভোটারগন। প্রতীক্ষা আর হতাশায় দিন যাপন করছে সাধারণ ভোটার গান। ফুরফুরে মেজাজে রয়েছে ঈগল মার্কেট প্রার্থী পঙ্কজ নাথ ও তার অনুসারীগণ।
জাতীয় পার্টির লাঙ্গল মার্কা প্রার্থী মিজানুর রহমান এর পোস্টার থাকলেও প্রার্থীকে খুঁজে পাননি হিজলার জনতা। হতাশায় ভুগছে জাতীয় পার্টির সমর্থক ও কর্মীগণ।