২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

হিজলায় শাম্মির আগমনে উজ্জীবিত আওয়ামী লীগ

আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৩

হিজলায় শাম্মির আগমনে উজ্জীবিত আওয়ামী লী
সাইফুল ইসলাম ঃঃ শাম্মী আহাম্মেদের আগমনে চাঙ্গা হিজলা আওয়ামী লীগ। মনঃক্ষুণ্ প্রচারণা নিয়ে। নৌকা বিহীন হিজলা মেন্দিগঞ্জ আসনে হতাশা কাজ করছে আওয়ামী লীগের ভিতরে। নৌকার আশা ছাড়েননি দুই উপজেলার জনতা।
বুধবার দুপুরে হিজলা উপজেলা পরিষদ মাঠে শহীদ মিনারে পথসভায় ডক্টর শাম্মী আহমেদ জানান, আমি নৌকার প্রচারণায় আসিনি। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরিশালে নৌকার নির্বাচনী জনসভায় আসছেন। হিজলা মেহেন্দিগঞ্জ কাজির হাট এই তিন অঞ্চলের জনগণকে মেসেজটি পৌঁছে দিতে এ আগমন।
চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিজলা মেহেন্দিগঞ্জ আসনে এমপি প্রার্থী চারজন। তিন প্রার্থী মাঠে নেই। ভোটারদের মধ্যে হতাশা। কাকে ভোট দেবেন তারা। একমাত্র ঈগল মার্কা প্রার্থী পঙ্কজ নাথ মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ভোটের আশায়। পুরো হিজলা মেহেন্দিগঞ্জ ঈগল মার্কা নিয়ে চাষে বেড়াচ্ছেন তিনি। নৌকার প্রার্থী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ আদালতের বেরাজালে আটকা। নির্বাচনী প্রচারণা করতে পারছেন না তিনি।
একপ্রশ্নের জবাবে শাম্মী আহাম্মেদ জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা অপেক্ষায় থাকুন, নৌকা আসবে।
জাতীয় পার্টি প্রার্থী মিজানুর রহমান লাঙ্গল মার্কা নিয়ে এতিম। মাঠে তিনি অনুপস্থিত।

99 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন