আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪
এটিএম কাওছার,মঠবাড়িয়াঃঃপিরোজপুরে’র মঠবাড়িয়া উপজেলা প্রশাসন শনিবার সকল থেকে বেতমোড় রাজপাড়া ও বড়মাছুয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পথে গড়ে ওঠা ৩ টি ইট ভাটার পাজা বিনষ্ট করে, মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে। এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুল কাইয়ূম ও সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিট্রেট মো: শৈকত রায়হান।
জানাযায়, ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইনে অভিযুক্ত করে মোস্তাফিজুর রহমানকে দুইলাখ ও মো: শহিদ মেম্বরকে এক লাখ এবং আলী হাওলাদারকে দেড় লাখ করে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান কালে পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিসের কর্মীরাও অংশ নেয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আবদুল কাইয়ূম বলেন, পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পৃথক ৩ টি মামলায় ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন অনুযায়ী এসব জরিমানা আদায় করা হয়।জনস্বার্থে এ মোবাইল কোর্ট চলমান থাকবে।