আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৪
বিজয় নিউজঃঃ বরিশালে সৌদি রিয়াল প্রতারণাকারী চক্রের সদস্য রুহুল আমিন মিন্টু (৪০)কে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক থেকে শনিবার রাতে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ৩ ব্যক্তি পালিয়ে গেছে। আটক মিন্টু বরগুনা জেলার আমতলী থানাধীন গুলিশাখালী বাইনবুনিয়া এলাকার চান মিয়ার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযান চালায়। পরে বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ মুনির।
পুলিশ পরিদর্শক মোহাম্মদ মুনির জানান, হাসপাতাল কম্পাউন্ডে মিন্টুর সন্দেহজনক ঘোরাফেরার কারণে তাকে আটক করে তল্লাসী চালানো হয়। আটকের সময় মিন্টু লুঙ্গির ভিতরে দুটি আন্ডারওয়ার পরে ছিলেন। সেই আন্ডারওয়ারের মধ্যেই বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০০ মূল্যমানের ১টি কাগজের তৈরি সৌদি রিয়াল ও ৫০ মূল্যমানের ২টি কাগজের তৈরি সৌদি রিয়াল রাখা ছিল। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত তার সঙ্গে থাকা একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ###