২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ধর্মপাশায় মোবাইল কোট অভিযানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় 

আপডেট: মে ১৪, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধিঃঃ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীসমর্থকদের কাছ থেকে পৃথক অভিযানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন মোবাইল কোট।

উপজেলা রিটানিং অফিস সূত্রে জানা যায়, দুপুর ২টা হতে রাত ৮টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। এর ব্যতিক্রম হলে আচরন বিধি লঙ্গনের আওতায় আনা হবে।
সোমবার দুপুর ১২ টায় উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারে চেয়ারম্যান প্রার্থী নাসরিন সুলতানা দিপার আনারস প্রতীকের পক্ষে তার কর্মী সমর্থকরা আনারস প্রতীকের মাইকিং করার সময় মোবাইল কোট অভিযান চালিয়ে চেয়ারম্যান প্রার্থী নাসরিন সুলতানা দিপার কর্মী সমর্থকরা নির্বাচণী আচরন বিধি লঙ্ঘন করে মাইকিং করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিকাল সাড়ে ৫টায় শামীম আহমদ মুরাদ ঘোড়া প্রতীকের ব্যানারে প্রায় আড়াই হতে ৩ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে আচরণ বিধি লঙ্ঘনের অপরাদে, মোবাইল কোট অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটানিং অফিসার মোহাম্মদ গিয়াসউদ্দিন, আচরণ বিধি পরিদর্শন করার জন্য উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ অলিদুজ্জামানকে মোবাইল কোট পরিচালনার সিদ্ধেশদেন।
তারই ধারাবাহিকতায় সোমবার সকাল ১১ টায় উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারে মবাইল কোট অভিযান চালিয়ে, আনারস প্রতীক প্রার্থীর এক সমর্থক মাইকিংয়ের মাধ্যমে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ অলিদুজ্জামান।
136 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন