২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

হিজলায় ৪টি চোরাই গরুসহ ২জন আটক থানায় মামলা

আপডেট: অক্টোবর ৯, ২০২৪

  1. বিজয় নিউজ : : হিজলা উপজেলার হিজলা গৌরবদি ইউনিয়নের একতা বাজার থেকে ৪টি চোরাই গরুসহ ২জনকে আটক করেছে হিজলা থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে একতা বাজারে গরুর হাটে চোরাই গরু সন্দেহ করে হিজলা গৌরব্দী ইউনিয়নের চর হিজলা গ্রামের নজির আহমেদ মোল্লার ছেলে কালাম মোল্লাকে। জিজ্ঞাসা করলে সে চোরাইকৃত ২টি গরু বিক্রির জন্য বাজারে আনা হয়েছে বলে স্বীকার করে। তার সাথে আলি হোসেন মালতিয়ার সম্পৃক্ততা রয়েছে বলে জানান এবং ৪ টি গরুর দুটি বাজারে আনা হয়েছে অন্য দুটি নজির আহমেদ মোল্লার বাড়িতে রয়েছে। তারা গরু ৪টি কিনে আনার সঠিক তথ্য দিতে না পারায়, হিজলা থানায় অবগত করা হয়। পরবর্তীতে পুলিশ এসে ৪টি গরুসহ ২জনকে থানায় নিয়ে আসেন। এবিষয়ে হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এর নিকট জানতে চাইলে তিনি বলেন গরু সহ গ্রেপ্তার হওয়া ২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪।
    স্থানীয় একাধিক ব্যক্তি জানান আলী হোসেন মাজদিয়া পেশাদার গরু চোর। দীর্ঘদিন গরু চুরি ব্যবসার সাথে সম্পৃক্ত। আলী হোসেন মাজদিয়া একটি দলের সাথে সম্পৃক্ত। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ম্যানেজ করে ব্যবসা করে আসছিল। এবারে পুলিশের হাতে আটকে গেছে।
89 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন