২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশাল নগরীতে দরজা ভেঙে স্বর্ণালংকার চুরি

আপডেট: অক্টোবর ১৪, ২০২৪

স্টাফ রিপোর্টার :: বরিশাল নগরীতে দরজা ভেঙে দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ অর্ধলাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। রোববার দিনগত রাতে নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের দ্বিতীয় পুকুর এলাকার মিজানুর রহমানের ঘরে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীর ছেলে তাহমিদ রহমান সিয়াদ বলেন, ছুটিতে বাড়ির সবাই মিলে রোববার সকালে কুয়াকাটা বেড়াতে যাই। সেখান থেকে রাত সাড়ে ১১টার দিকে খালি বাসায় প্রবেশ করতে গিয়ে দেখতে পাই মূল দরজা ভাঙা। এরপর ভিতরে প্রবেশ করে দেখি প্রত্যেকটি রুমের দরজা ভাঙা। এসময় দেখতে পাই কয়েকটি আলমিরার মধ্যে রাখা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিলো তা নেই। এই ঘটনায় তিনি আইনানুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে বরিশাল কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলমের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

128 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন