২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

হিজলায় মেঘনা নদীতে দুই ট্রলার মুখোমুখি সংঘর্ষে নিহত-১ 

আপডেট: অক্টোবর ১৯, ২০২৪

  1. বিজয় নিউজ :: ১৯ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭ টা দিকে হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের মেঘনা  নদীতে একটি জেলে ট্রলার ও যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষ  হয়। এতে ১ জন নিহত ও ৩ জন আহত হয়। আহত মাহাতাব সিকদার জানান আমরা একটি সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার পথে নদীতে হঠাৎ একটি জেলে ট্রলার তাদের বহনকারী ট্রলারের মুখোমুখি  হয়।

স্থানীয় একাধীক ব্যক্তির জানায় -নদীতে অবৈধ ভাবে ইলিশ মাছ শিকার করেন জেলেরা, যখন উপজেলা মৎস্য সংরক্ষণ অভিযানের কর্মকর্তারা স্পিড বোট নিয়ে তাদের তাড়া দেয় তখন তারা প্রশাসনের হাত থেকে বাঁচতে দ্রুত  ট্রলার চালায়। দুর্ঘটনার সময়ও এমন কিছু ঘটতে পারে বলে ধারণা করছেন অনেকে।
নিহত রহমান সরদার একজন বিএনপি নেতা ছিলেন। অন্যান্য আহতরা হলেন বিএনপি নেতা মাহাতাব সিকদার, বোরহান, আমিনুল মুন্সি।

এ বিষয়ে হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন বিষয়টি তদন্ত চলছে, তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা  রাজীবের কাছে  জানতে চাইলে তিনি বলেন সন্ধা ৬ টার সময়ে আমাদের কোনো বোট ওই এলাকায় ছিলো না তাই আমরা বিষয়টি  যানি না।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা  জাহাঙ্গীর হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন  আজ নদীতে অভিযান করিনি। তবে তিনি শুনিয়েছেন  ২ টি ট্রলার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।

271 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন