আপডেট: অক্টোবর ২২, ২০২৪
স্টাফ রিপোর্টার ঃঃ বরিশালে অটোরিক্সা চালক হিরন হাওলাদার হত্যা মামলায় জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অটোরিক্সা চালকসহ স্থানীয়রা এই কর্মসূচি করে।
মানববন্ধনে সৈয়দ নাছির আহম্মদ কাওছারের সভাপতিত্বে বক্তৃতা দেন, সালাউদ্দিন মাসুম, আফজাল হোসেন দুলালী, মো. জসিম প্রমুখ।
এর আগে গত ৮ সেপ্টেম্বর নগরীর বাংলাবাজার এলাকা থেকে অটোরিক্সায় যাত্রী নিয়ে বরিশাল সদর উপজেলার সাপানিয়া গ্রামে যাত্রী নিয়ে যান হিরন। এসময় তাকে হত্যা করে অটোরিক্সা নিয়ে যায় বেশ কয়েকজন। নিখোঁজের প্রায় একমাস পর সাপানিয়ার একটি ডোবা থেকে হিরনের লাশ উদ্ধার হয়। এই ঘটনায় মঙ্গলবার পর্যন্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ