আপডেট: অক্টোবর ২২, ২০২৪
স্টাফ রিপোর্টার ঃঃগণঅভ্যুথানে শহিদ ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তাসহ ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহত পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে বরিশাল প্রেসক্লাবের মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের হয়।
সংবাদ সম্বমেলনে শহিদ ও আহত পরিবারের সদস্যরা জানান, গণঅভ্যুথানে বরিশাল বিভাগের ৬ জেলায় ৩০ জন শহিদ হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৪০০ জন। যারা শহিদ হয়েছেন কিংবা গুরুতর আহত হয়েছেন তাদের কেউ কোন খোঁজ খবর নিচ্ছেন না। তাই অবিলম্বে শহিদ পরিবারের পূনর্বাসন করার পাশাপাশি দ্রুত উন্নত চিকিৎসার ব্যাবস্থা করার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে আহত ছাত্রদের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহমাতুল্লাহ সাব্বির শহিদের রাস্ট্রীয় স্বীকৃতি ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করাসহ ৫ দফার দাবী তুলে ধরেন।
এসময় শহিদ সেলিম তালুকদারের পিতা সুলতান তালুকদার ও শহিদ মাতা সেলিনা বেগম, আহত শিক্ষার্থী জাকির হোসেনসহ আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে শহিদ ও আহতের কোন তালিকা প্রণয়ন করেনি সরকার। আহত শিক্ষার্থী-জনতারা অর্থ সংকটে সুচিকিৎসা বঞ্চিত হচ্ছে। কেউ আমাদের খবরও নিচ্ছে না। তাই অবিলম্বে হতাহতের তালিকা তৈরি করে আহতদের সুচিকিৎসা প্রদানসহ প্রত্যেক শহিদ পরিবার থেকে একজনকে চাকরী দেওয়ার দাবি জানানো হয়।#