৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশাল জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু।

আপডেট: জুন ২৭, ২০২৫

স্টাফ রিপোর্টার ঃঃ বরিশালে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় বরিশাল জোনে নতুন করে ১০৫ জন আক্রান্ত হয়েছে। নতুন করে মৃত্যু হয়েছে আরো ২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা ১১ এর মধ্যে ৭ জনই বরগুনার জেলার। এখন পর্যন্ত শুধুমাত্র সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৩৫ জন। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর জেনারেল হাসপাতাল ও জেলার অন্যান্য সরকারি হাসপাতালগুলোতে এরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে ১০৫ জন আক্রান্তের মধ্যে ৭০ জনই বরগুনার। এ তথ্য জানিয়েছেন বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে। এর মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন। অপর দিকে বরিশালে এখন পর্যন্ত ৩ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এরমধ্যে দুজনেই বরিশাল সদর জেনারেল হাসপাতাল ও ১ জন বরিশাল আগৈলঝড়া হাসপাতালে। এ দিকে বরিশালের ডেঙ্গু আক্রান্তদের সেবা প্রদানকারী চিকিৎসকরা বলছেন, এ সময় ডেঙ্গুর আবির্ভাব বাড়বে এর জন্য জনসচেতনতা মেনে চলতে হবে। বেশি বেশি তরল জাতীয় খাবার খেতে হবে। বাসার আগিনা পরিষ্কার রাখা সহ কোন ধরনের ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতাল এসে চিকিৎসা নিতে হবে। তবে প্রতিদিনই হাসপাতালে আসছে করানো ও ডেঙ্গু পরীক্ষা করার জন্য সাধারণ মানুষ। বরিশাল সিটি কর্পোরেশন এলাকা ডেঙ্গু নিয়ন্ত্রণ রাখতে ইতোমধ্যেই মশক নিধন কার্যক্রমে আরো জোরালো ভুমিকা পালন করছে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ।

118 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন