৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

চোখের জলে শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

আপডেট: জানুয়ারি ৫, ২০২৬

ষ্টাফ রিপোর্টার, ঃ  চোখের জলে সহকারি শিক্ষককে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বেলা বারোটায় বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাছিমা খাতুনকে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়ের ক্লাশ রুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক নিহার পারভীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাসলিমা বেগম।

বিশেষ অতিথি ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. চুন্নু ফকির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার আলম পান্নু।

বক্তব্য রাখেন স্থানীয় সমাজ সেবক হাফিজুর রহমান, টিপু সুলতান, রুমিজ প্যাদা, রিয়াদ হোসেন, এনামুল হক, নিপু আক্তার, মো. মিলন প্রমুখ।

শেষে বিদায়ী শিক্ষক নাছিমা খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়।

অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপির সৌদি আরবের দাম্মাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. এনায়েত হোসাইন বিদায়ী শিক্ষক নাছিমা খাতুনের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেছেন।

সর্বজন শ্রদ্ধেয় শিক্ষকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা সভায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পরেন। এসময় পুরো অনুষ্ঠানস্থলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।

37 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন