৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

সন্দ্বীপ এনাম নাহার মোড় ব্যবসা কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন

আপডেট: জুলাই ৩, ২০২৫

সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধি : সন্দ্বীপের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা এনাম নাহার মোড়ে ব্যবসায়ীদের কল্যাণে একটি নতুন উদ্যোগ হিসেবে গঠিত হয়েছে “এনাম নাহার মোড় ব্যবসা কল্যাণ সমিতি”র আহ্বায়ক কমিটি। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকা গতকাল সন্ধ্যা সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা-এর কাছে হস্তান্তর করা হয়।

কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেরদৌস আহম্মেদ কৌশিক।
আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন নিজাম উদ্দিন, সদস্য সচিব মোঃ আলী তাদের নেতৃত্বে গঠিত এই কমিটিতে রয়েছেন একঝাঁক প্রগতিশীল ও ব্যবসায় সচেতন উদ্যোক্তা, যারা স্থানীয় ব্যবসায়ী সমাজের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা এবং সমন্বিত প্রয়াসে কাজ করতে আগ্রহী।কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শাহে এমরাণ, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ মোস্তফা, মোঃসাইফুল আজম, জাবেদ উদ্দিন চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম, আলমগীর হোসেন লিটন, ও বিজয় বণিক, সদস্য যথাক্রমে মোঃ মাইনউদ্দীন, মোঃ রবি, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মোশারফ হোসেন মিশু, মোঃ রিপন, মোঃ নুরুল আবছার, মোঃ শওকত, মোঃ আমজাদ হোসেন রাসেল, মোঃ দেলোয়ার, গোলাম সারোয়ার, নজরুল ইসলাম, মোঃ আবুল হাসান মুরাদ, রতন চন্দ্র বণিক, হাফেজ আলাউদ্দিন, মোঃ সালাউদ্দিন রণি, মোঃ আলমগীর, মোঃ রাশেদ, মোঃ শাকিল, মোঃ রিয়াদ,মোঃ আলম, মোঃ আব্দুল করিম, ও মোঃ মনির।
তাঁরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সুষ্ঠু বাণিজ্য পরিবেশ গঠনে কাজ করবেন।

33 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন