আপডেট: আগস্ট ১৮, ২০২৫
মো: মুনির উল ইসলাম হাওলাদার :: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট এর মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের ১৮ আগস্ট সোমবার দিনভর তার নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা ও পথসভার আয়োজন করেন।
প্রথমে তিনি হিজলা উপজেলা সদর কেন্দ্রীয় মসজিদে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মাধ্যমে কার্যক্রম শুরু করেন। উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলার সভাপতি সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ, সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ বিন কালাম আর উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন এর সভাপতি মোঃ কাঞ্চন সরদার, সেক্রেটারি কারী হেলাল। আরো উপস্থিত ছিলেন ইসলামী আইন্না পরিষদের সেক্রেটারি মাওলানা মুফতি মোহাম্মদ কামরুল ইসলাম কারিম পুরি। আরো উপস্থিত ছিলেন ইসলামী শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা রুহুল আমিন সাইফি সহ ইসলামী যুব আন্দোলন ছাত্র আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি সভাপতি মাওলানা বেলাল হোসেন সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়াও মোনাজাতের পরে প্রথমে সাক্ষাৎ করেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার এর সাথে। এর পরে বিসিডি মাধ্যমিক বিদ্যালয়, হিজলা সরকারি ডিগ্রী কলেজ, আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসা ও থানা ওসি মহোদয় এর সাথে সৌজন্য সাক্ষাৎ বিনিময় করেন।
এছাড়া তিনি সৌজন্য সাক্ষাৎ করেন হিজলা উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে। তার মূল আলোচ্য বিষয় ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় বাংলাদেশের ৫৪ বছরে দুর্নীতি লুটপাট অবৈধ শাসন অর্থপাচার জুলুম নির্যাতন এদেশ থেকে দূর হোক। তার লক্ষ্যে ইসলামী আন্দোলন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়, কারণ পিয়ার পতিত্বে নির্বাচন হলে এ দেশে আর স্বৈরাচার তৈরি হতে পারবেনা এবং জুলুম নির্যাতন হতে পারবে না। এই লক্ষ্যে ইসলাম দেশ ও মানবতার পক্ষে যারা কাজ করতে চায় তাদের সবাইকে নিয়ে তারা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে।