১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

উজিরপুরের সাতলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত

আপডেট: জানুয়ারি ৯, ২০২৬

উজিরপুর প্রতিনিধি:  ঃ বিএম নয়ন : বরিশাল জেলায় উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এ সময় দোয়া ও মোনাজাতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে শোক প্রকাশ করেন বরিশাল (২)আসনের এমপি পদপ্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। এ সময় (তিনি)বলেন,বেগম জিয়া, তারেক জিয়া ও শহীদ জিয়া তাদের কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে, যেহেতু সন্ধ্যা হয়েছে মাগরিবের আজান হবে আমরা সবাই নামাজ পড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা এ দেশকে এত ভালোবেসে গেছেন এ দেশের জন্য যে প্রাণ দিয়ে গিয়েছেন আমাদের মা সেই মায়ের জন্য সবাই দু হাত তুলে দোয়া করবেন তাকে যেন আল্লাহ তায়ালা বেহেশ্ত নসিব করেন

এছাড়া আরো উপস্থিত রয়েছেন উজিরপুর থানা যুবদলের সেক্রেটারি( মনির মল্লিক) সহ আরো অনেক ব্যক্তি বর্গ , এ সময়ে সাতলা ইউনিয়ন এর সকল বিএনপি নেতা নেত্রী ও সদস্যদের উপস্থিতিতে সুন্দরভাবে দোয়া ও মোনাজাত শেষ করেন।

52 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন