৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশাল-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আসাদকে ঘিরে বাবুগঞ্জে চলছে গুনজন

আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৫

শাহজাহান খান বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :ঃ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) এয়োদশ জাতীয় সংসদীয় আসনে বিএনপির তরুণ সমাজসেবা মনোনয়নপ্রত্যাশী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদকে ঘিরে বাবুগঞ্জে চলছে গুঞ্জন। গত ২৩ সেপ্টেম্বর রাতে তিনি লন্ডনে সফরে যাওয়ার পর থেকেই তাকে নিয়ে বিএনপি নেতা কর্মীদের মধ্যে আলোচনা এখন তুঙ্গে। জানা গেছে, এই সফর ব্যক্তিগত নয়; বরং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে রাজনৈতিক কর্মপরিকল্পনার অংশ হিসেবেই এই লন্ডন সফর ।ব্যারিস্টার আসাদ তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে তিনি ইতোমধ্যে এলাকায় দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি করোনা কালীন সময়ে বাবুগঞ্জ ও মুলাদীর দুই উপজেলায় অসহায় মানুষকে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা করেছেন। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজায় দুই উপজেলার প্রতিটি পূজা মন্ডপের খোঁজখবর রেখেছেন এবং আর্থিক অনুদান প্রদান করেছেন। তিনি দুই উপজেলায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। বিএনপি’র দুঃসময় যে সমস্ত নেতাকর্মী হামলা-মামলার শিকার এবং জেল খেটেছেন তাদেরকে আইনী সহায়তা ও বাড়িতে খাবার পৌঁছে দেয়া এবং আর্থিক অনুদান দিয়েছেন,এই তরুণ নেতা ব্যারিস্টার মনিরুজ্জামান আাসাদ।বিএনপির কেন্দ্রীয় রাজনীতির দুই হেভিওয়েট নেতার অনুসারীদের মধ্যে দ্বন্দ্বের মধ্যেও এই তরুণ নেতার কার্যক্রম ও গ্রহণযোগ্যতা তাকে মনোনয়ন দৌড়ে এগিয়ে রাখবে বলে মনে করছেন দলীয় তৃণমূল নেতাকর্মীরা। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন মামলা পরিচালনা করে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

বর্তমানে লন্ডনে অবস্থানরত
বিএনপি এই তরুণ নেতা ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে এ প্রতিনিধিকে বলেন, মানুষ এখন পরিবর্তন চায়, তরুণ নেতৃত্বে বিশ্বাস করে। আমি বিশ্বাস করি, আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে বিজয়ী হয়ে এ অঞ্চলের উন্নয়নবঞ্চিত মানুষদের জন্য কাজ করতে পারব। আমি থাকতে চাই সাধারণ মানুষের পাশে।
তিনি আরো বলেন জাতীয়তাবাদী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করে শীঘ্রই দেশে ফিরে বরিশাল-৩ আসনের সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে মিলিত হবেন।

12 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন