আপডেট: অক্টোবর ১৩, ২০২৫
সন্দ্বীপ প্রতিনিধি: ইতিহাসে প্রথমবারের মতো জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবগুলো ইভেন্টে পদক জয়ের গৌরব অর্জন করেছে সন্দ্বীপের ছেলেরা। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের এই প্রতিভাবান সাঁতারুরা কঠোর অনুশীলনের মাধ্যমে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে।
পদক অর্জনের বিবরণ
গোল্ড মেডেল (দলগত রিলে সাঁতার) সাব্বির হোসেন,আবিদ আল আজমি
তানভীর হাসান,দূর্জয় দাশ
একক গোল্ড মেডেল (৫০ মিটার চিৎ সাঁতার): মাহিন রহমান — মুছাপুর শেখ মোহাম্মদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
একক রৌপ্য পদক:
আনাস হোসাইন — বশিরিয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসা।
১০০ মিটার মুক্ত সাঁতার
৫০ মিটার বাটারফ্লাই ব্রোঞ্জ পদক: সাব্বির হোসেন — চিৎ সাঁতার (১০০ মিটার),তানভীর হাসান — চিৎ সাঁতার (১০০ মিটার),মোহাম্মদ আবিদ আল আজমির — প্রজাপতি সাঁতার (১০০ মিটার),দূর্জয় দাশ — বুক সাঁতার (১০০ মিটার), দূর্জয় দাশ — ফ্রিস্টাইল সাঁতার (১০০ মিটার),দূর্জয় দাশ — ফ্রিস্টাইল সাঁতার (২০০ মিটার)।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সন্দ্বীপের ক্রীড়া ইতিহাসে নতুন অধ্যায় সংযোজন করেছে। স্থানীয়রা তাদের এই সাফল্যকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও উজ্জ্বল ক্রীড়া সম্ভাবনার জন্য শুভকামনা জানিয়েছেন।