আপডেট: অক্টোবর ৮, ২০২৫
সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি:ঃঃ” আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে বুধবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা। বক্তব্যে তিনি বলেন,
> “কন্যা শিশুরা সমাজের বোঝা নয় বরং তারা দেশের সম্পদ। তাদের উন্নয়ন ও সুরক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ, সঠিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করলেই কন্যা শিশুরা তাদের পুরো সম্ভাবনা কাজে লাগাতে পারবে।”
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে নারীর অবদান এখন দৃশ্যমান, তাই শিশু বয়স থেকেই তাদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলা প্রয়োজন।
অংশগ্রহণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল খালেক
উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকবৃন্দ,বাংলাদেশ নারী প্রগতি সংঘ (সন্দ্বীপ কেন্দ্র)-এর প্রধান মোঃ শামসুদ্দিন,নিজেরা করি অঞ্চল প্রধান মতিয়ার রহমান,থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম
বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানবৃন্দ
স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
এছাড়াও স্কুলশিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের প্রতি সহিংসতা, বৈষম্য ও অবহেলার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা
অনুষ্ঠান শেষে স্থানীয় শিশুদের অংশগ্রহণে একটি ছোট সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে তারা গান, কবিতা ও নাটিকা পরিবেশন করে কন্যা শিশুদের অধিকারের বিষয়গুলো তুলে ধরে।
জাতীয় কন্যা শিশু দিবস: প্রেক্ষাপট
প্রতিবছর অক্টোবর মাসের প্রথম বুধবার জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়। এ দিবসের উদ্দেশ্য হচ্ছে কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রতি সচেতনতা তৈরি করা।