৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালে বন্ধ টিসিবির খোলাবাজারে পণ্য বিক্রি

আপডেট: অক্টোবর ৮, ২০২৫

এ কে আজাদ জুয়েলঃঃ বরিশাল নগরীর ৬ নং ওর্য়াডের সোনালী আইক্রিম মোড় এলাকায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন দিনমজুর মোতালেব হাওলাদার।প্রতিদিন কাজ থাকে না । যেদিন কাজ পান, সেদিন তার দৈনিক আয় ছয়শত  টাকা । আর যেদিন কাজ পান না, সেদিন কোনও আয় নেই তার। স্ত্রী রেশমি বেগম গৃহকর্মী হিসেবে কাজ করেন একটি বাসায় । সেখানে তার মাসিক আয় ৬ হাজার টাকা । দুই সন্তান স্কুলে  লেখাপড়া করে । বাসাভাড়া, দুই সন্তানের স্কুলের বেতন, বই-খাতা-কলম কেনা, খাবার খরচসহ তার মাসিক খরচ ১৩ হাজার টাকা ।  টানাটানির সংসার চলে তার । এতদিন সহায়ক ভূমিকা পালন করেছে বাজারের তুলনায় প্রায় অর্ধেক দামে সরকারি সংস্থা

সরকারের বিশেষ প্রয়োজনে  খোলা বাজারে  ট্রাক সেল পরিচলনা করে থাকেন।

ট্রাক সেল কার্যক্রম কিন্তু সারা বছর চালানো হয় না। যখন মূল্যস্ফীতি বেশি থাকে বা কোনও পণ্যের বিশেষ চাহিদা থাকে, তখন বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় টিসিবি ট্রাক সেল কার্যক্রম পরিচালনা করে।

উল্লেখ্য, গত ৩০ মে  থেকে  বরিশাল নগরীতে ১০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে  ১০০ টাকা লিটার দরে তেল, ৬০ টাকা কেজি দরে মসুর ডাল ও ৭০ টাকা কেজি দরে চিনি বিক্রির কর্মসূচি হাতে নিয়েছিল টিসিবি। এই কার্যক্রমের আওতায়, একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল ২০০ টাকায়, ২ কেজি মসুর ডাল ১২০ টাকায় এবং ১ কেজি চিনি ৬০ টাকায় কিনতে পারতেন। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল ২০০  টাকা, প্রতি কেজি মসুর ডাল ১২০  টাকা ও প্রতি কেজি চিনি ১১৫  টাকা দরে বিক্রি হচ্ছে।

বরিশালে নিম্নআয়ের মানুষের দাবী নগরীতে খোলা বাজারে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি করলে নিত্য পণ্য দ্রব্যমূলের উর্ধ্বগতি কমতে থাকবে

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন