১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

হিজলা উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন

আপডেট: নভেম্বর ১৭, ২০২৫

ফকির সাইফুল ইসলাম  :;  হিজলা উপজেলার ৮৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে শুরু হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। আজ সোমবার এর শুভ উদ্বোধন করছেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার ইলিয়াস শিকদার।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এ কে এম নুরুল আলম মৃধা, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আলি আহমেদ খান, সহকারি শিক্ষা অফিসার তপা বিশ্বাস, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর ইকবাল কবির, উপজেলা বিএনপি’র আহবায়ক আলতাব হোসেন খোকন দপ্তরী, গিয়াস দেওয়ান, কন্টাক্টটেড পাটনার আইল্যান্ড ট্রেডিং লিমিটেড এর প্রতিনিধি মো : আরিফ হোসেন সহ বিদ্যালয় শিক্ষক ও অভিভাবক বৃন্দ।
উদ্বোধনী নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইলিয়াস সিকদার জানান, কোমলমতি শিশুদের লেখাপড়ার দায়িত্ব শিক্ষকদের। এদের নার্সিং করা আমাদের অভিভাবকদের। বিদ্যালয়ের ছুটি শেষে প্রত্যেক মা বাবা নিজ নিজ সন্তানের প্রতি বাড়তি নজরদারি বাড়াতে হবে। এটি প্রত্যেক মা-বাবার দায়িত্ব এবং কর্তব্য। আমাদের সরকারের পক্ষ থেকে যে সকল সুবিধা প্রদান করা হয় তা শিক্ষার্থীদের ভিতর সুষম বন্টন করা হবে। শেষে শিশুদের খেলাধুলার জন্য উপকরণ বিতরণ করেন তিনি।


টি টি এন্ড ডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের পক্ষ থেকে বিদ্যালয় এর ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য প্রধান অতিথিকে আহ্বান জানানো হয়। এ বিষয়ে অতি শীঘ্র বিদ্যালয়টিতে নতুন ভবন প্রদানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার।
সর্বশেষ কোমলমতি শিশুদের নিয়ে আড্ডায় বসেন উপজেলা নির্বাহী অফিসার ইলিয়াস শিকদার।
অনুষ্ঠান সঞ্চালন করেন টিটি এন্ড ডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলী আহমেদ খান।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন