২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

হিজলায় দিন দুপুরে ধর্ষনের চেষ্টা – প্রতিপক্ষ বলছে নাটক

আপডেট: নভেম্বর ২৬, ২০২৫


বিজয় নিউজ  ::  কবির হাওলাদারের স্ত্রী (তানিয়া) কে দিনদুপুরে ধর্ষণ ও হত্যারচেষ্টা করে আলী গাজীর পুত্র রিপন গাজি। স্থানীয়দের কাছে বিচার দিয়ে বিচার পাননি তানিয়া এবং তার স্বামী  ।
কবির হাওলাদার জানায়, তার স্ত্রী তানিয়া শুক্রবার জুমার নামাজের সময় ঘরে একা ছিল। ওই সুযোগে রিপন তানিয়ার হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি টের পান তানিয়ার যা নাজমা বেগম। আশেপাশের মহিলারা মিলে তাকে মুক্ত করে। পালিয়ে যায় রিপন গাজী।
ভুক্তভোগী তানিয়ার সাথে কথা বলতে চাইলে, তার স্বামী কবির হাওলাদার জানায়, তার শশুর স্ত্রীকে নিয়ে শশুরা লয় অবস্থান করছে।
স্থানীয় আমির হোসেন, হাবিব জমদ্দার, ফরিদ বেপারি, কালাম জমদ্দার সহ একাধীক ব্যাক্তি জানায় রিপন গাজী  এর আগেও একতা বাজার জারুদারের স্তীরকে জোর করে ধষর্ন করে। বাজারে বিচার দিয়ে সমাধান পাননি ভূক্তভোগি। অসহায় পরিবার বিদায় তখন বিচার পাননি ওই মহিলা।
বিষয়টি নিয়ে চর ফুসুরিয়া এবং সর মেমানিয়া দুই গ্রাম উত্তপ্ত। রিপন গাজীর পরিবার প্রভাবশালী বিদায় ক্ষমতাসীন একটি গ্রুপ রিপন গাজীর পক্ষ নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। কবির হাওলাদার দাবি দাবি করছেন তিনি এখন স্বাধীনতায় ভুগছেন। প্রতিপক্ষ একের পর এক জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছে রিপন গাজী ও তার পরিবার। যেকোনো মুহূর্তে তিনি এবং তার স্ত্রী বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন। তাদের ভয়ে আইনগত ব্যবস্থা নিতে পারছেন না। তিনি সমাজের সহায়তা চাচ্ছেন।
রিপন গাজীর পিতা আলী গাজী জানান, তার ছেলেকে মিথ্যা অপবাদে জড়ানো হয়েছে। তার ছেলে ঐদিন নদীতে ছিল।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন