আপডেট: জানুয়ারি ১৮, ২০২৬
কামরুল হাসান রাসেলঃঃ বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের বরিশাল আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠিত মহাসমাবেশের জনসমাগম অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে জানিয়েছে বিএনপি নেতারা। ২৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই মহাসমাবেশ সফলভাবে সম্পন্নে রোববার (১৮ জানুয়ারি) বিকালে নগরীর বরিশাল ক্লাবে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ কথা জানান নেতারা। এসময় বরিশাল বিভাগের ৮টি সাংগঠনিক জেলার নেতাকর্মীসহ ২১ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে নেতাকর্মীরা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
এসময় বক্তৃতা দেন, বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার, বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, বরিশাল-৬ আসনের প্রার্থী আবুল হোসেন খান, ভোলা ৩ আসনের মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ প্রমুখ।
বিএনপির সংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের সভাপতিত্বে এবং সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নুর সঞ্চালনায় এই সভা হয়।
অতীতে বরিশালে অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে জনসমাগমের রেকর্ড ভেঙে যাবে বলে আশা প্রকাশ করেন নেতারা।##