১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

উজিরপুর শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ।

আপডেট: জানুয়ারি ১৬, ২০২৬

বি.এম.নয়ন, উজিরপুর প্রতিনিধি :ঃ  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উজিরপুর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক আয়োজনের এই অনুষ্ঠানে হাজারো নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় অনুষ্ঠানস্থল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উজিরপুর মহিলা কলেজ মাঠে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎ সরদার কমরেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি জামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইউসুফ, উপজেলা বিএনপির সদস্য ইমরান সরদার, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফোরকান হোসেন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হান্নান হাওলাদার।

আরও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রুবেল গোমোস্তা, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাফাউল সরদার সম্রাট, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান মিঠুসহ শ্রমিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মনির হোসেন। দীর্ঘ সময় ধরে দোয়া মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ১৭ বছর স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। বহু নেতাকর্মী ক্রসফায়ার ও গুমের ভয়ে জন্মভূমি ছেড়ে বিদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বক্তারা অভিযোগ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে বিষপ্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়েছে।

বক্তারা আরও বলেন, এই শোককে শক্তিতে পরিণত করে শ্রমিক দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিক দল অগ্রণী ভূমিকা পালন করবে।

তারা ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে শ্রমিক দলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবে এবং জনগণের দোয়া কামনা করবে। উজিরপুর উপজেলা শ্রমিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

82 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন