২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

বরিশাল- ৩আসনে কারাগার থেকে ভোটের লড়াই লাঙ্গল প্রার্থী টিপু

আপডেট: জানুয়ারি ২৪, ২০২৬

শাহজাহান খান :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৩ (বাবুগঞ্জ – মুলাদী ) আসনে বইছে ভিন্নধর্মী নির্বাচনি হাওয়া। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকায় রয়েছেন তিনবারের এমপি কারাগারে বন্দি। এখন ‘কারাগার বনাম মাঠের’ লড়াই দেখতে মুখিয়ে আছেন স্থানীয় ভোটাররা। কারাবন্দি এই প্রার্থী হলেন-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তিনবারের জাতীয় পার্টির প্রার্থী সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু। জাতীয় পার্টি প্রার্থী গোলাম টিপু বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। তার নির্বাচনি প্রতীক লাঙ্গল । দাখিলকৃত হলফনামা অনুযায়ী তার বিরুদ্ধে ৫ই আগস্ট এর পরে ১১টি মামলা রয়েছে। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, নির্বাচনের আগে জামিন না পেলে সমর্থক ও আত্মীয়স্বজনই তার পক্ষে মাঠে কাজ করবেন। কারান্তরীণ প্রার্থীর প্রতি সাধারণ মানুষের সহানুভূতি ভোটে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন তার অনুসারীরা।
শুরুতে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র দৈত্ব নাগরিকত্ব বিষয়ে স্থগিত হলেও দমে যাননি তিনি।জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাইয়ে নিশ্চিত করেন তার দৈত্ব নাগরিকত্ব নেই। নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ায় তার কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে প্রাণসঞ্চার হয়েছে। ‘মুক্তি’ না মিললে কারাগার থেকেই তিনি এ নির্বাচনি যুদ্ধের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে তার পরিবার।
নির্বাচনি আইন অনুযায়ী, কোনো ব্যক্তি যদি ফৌজদারি অপরাধে অন্তত দুই বছর কারাদণ্ডে দণ্ডিত না হন, তবে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। এ আইনি সুযোগেই বিচারাধীন মামলায় বন্দি থাকা অবস্থায় তিনি লড়ছেন।এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো.খাইরুল আলম সুমন বলেন, ‘মনোনয়নপত্র সংক্রান্ত সব বিষয় আইন অনুযায়ী যাচাই-বাছাই করা হয়েছে ।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল -৩ আসনে হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি এ কারাবন্দি প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। ভোটারদের মধ্যে এটি আলোচনার প্রধান বিষয়ে পরিণত হয়েছে।

বার্তা প্রোরক শাহজাহান খান বাবুগঞ্জ প্রতিনিধি
বরিশাল মোবাইল ০১৭১২৭৯৫৬৭৭
নির্বাচনি হাওয়া। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকায় রয়েছেন তিনবারের এমপি কারাগারে বন্দি। এখন ‘কারাগার বনাম মাঠের’ লড়াই দেখতে মুখিয়ে আছেন স্থানীয় ভোটাররা। কারাবন্দি এই প্রার্থী হলেন-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তিনবারের জাতীয় পার্টির প্রার্থী সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু। জাতীয় পার্টি প্রার্থী গোলাম টিপু বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। তার নির্বাচনি প্রতীক লাঙ্গল । দাখিলকৃত হলফনামা অনুযায়ী তার বিরুদ্ধে ৫ই আগস্ট এর পরে ১১টি মামলা রয়েছে। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, নির্বাচনের আগে জামিন না পেলে সমর্থক ও আত্মীয়স্বজনই তার পক্ষে মাঠে কাজ করবেন। কারান্তরীণ প্রার্থীর প্রতি সাধারণ মানুষের সহানুভূতি ভোটে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন তার অনুসারীরা।
শুরুতে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র দৈত্ব নাগরিকত্ব বিষয়ে স্থগিত হলেও দমে যাননি তিনি।জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাইয়ে নিশ্চিত করেন তার দৈত্ব নাগরিকত্ব নেই। নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ায় তার কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে প্রাণসঞ্চার হয়েছে। ‘মুক্তি’ না মিললে কারাগার থেকেই তিনি এ নির্বাচনি যুদ্ধের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে তার পরিবার।
নির্বাচনি আইন অনুযায়ী, কোনো ব্যক্তি যদি ফৌজদারি অপরাধে অন্তত দুই বছর কারাদণ্ডে দণ্ডিত না হন, তবে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। এ আইনি সুযোগেই বিচারাধীন মামলায় বন্দি থাকা অবস্থায় তিনি লড়ছেন।এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো.খাইরুল আলম সুমন বলেন, ‘মনোনয়নপত্র সংক্রান্ত সব বিষয় আইন অনুযায়ী যাচাই-বাছাই করা হয়েছে ।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল -৩ আসনে হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি এ কারাবন্দি প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। ভোটারদের মধ্যে এটি আলোচনার প্রধান বিষয়ে পরিণত হয়েছে।

12 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন