২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

উজিরপুরের সাতলায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক।

আপডেট: জানুয়ারি ২২, ২০২৬

মো: আলীনুর ইসলাম নয়ন: উজিরপুর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণার শুরুর প্রথম দিনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের হ্যাভীওয়েট সংসদ সদস্য প্রার্থী গনমানুষের নেতা ও বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু গণসংযোগ ও পথসভা করেন। ২২ জানুয়ারি উজিরপুর-সাতলাসহ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেছেন তিনি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিএনপির শত শত নেতাকর্মী গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন। ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩ টায় সাতলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মোঃ আতিকুল ইসলাম নান্নু বালীর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু। উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন মৃধা, মোঃ আনোয়ার হোসেন মল্লিক, উজিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রবাসী মোঃ সাখাওয়াত হোসেন, ওটরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মাসুদ মোল্লা, উপজেলা মহিলা দলের সভানেত্রী ইয়াসমিন আক্তার পারুল, সাধারণ সম্পাদিকা শিরিন আক্তার,সাতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হালিম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন হাওলাদার, যুগ্ম-সম্পাদক মোঃ সান্টু বালী,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রফিকুল ইসলাম,উপজেলা যুবদলের সভাপতি আ,ফ,ম সামছুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মনির মল্লিক, যুগ্ম-আহবায়ক এডভোকেট মোঃ ফজলুল হক,উপজেলা যুবদল যুগ্ম সাধারন সম্পাদক, মোঃ মাহাবুবুর রহমান গোমস্তা,সদস্য সচিব মোঃ কাইউম খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী, সাবেক সভাপতি মোঃ সোলায়মান হোসেন হাইউম খান,উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ সপন মল্লিকসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় উপস্থিত নেতাকর্মীরা “ভোট দিবে কিসে,ধানের শীষে”এ শ্লোগান দেয়। এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গনতন্ত্র পূর্নঃপ্রতিষ্ঠিত ও গনতন্ত্রের রুপকার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শকে ধারন করে তারেক রহমান এর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফ্রেব্রুয়ারী ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করতে হবে। এছাড়াও তিনি আরো বলেন জনগণের ব্যপক সাড়া পাচ্ছেন। প্রশাসনের তৎপরতা সন্তোষজনক। একাধিক ভোটার ও সমর্থকরা জানান,অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা প্রতাশ্যা করছেন এবং বিএনপির বিজয় সু- নিশ্চিত। উজিরপুর-বানারীপাড়ায় জনজরীপ ও জনসমর্থনে এগিয়ে থাকা বিএনপির হ্যাভিওয়েট প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিপুল ভোটে বিজয়ী হবেন।

93 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন