আপডেট: জানুয়ারি ২৩, ২০২৬

হিজলা প্রতিনিধ ::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্রীপুর গ্রামে ধানের শীষের পক্ষে নির্বাচন প্রচারণা চালাচ্ছেন শ্রীপুর ২ নং ওয়ার্ড বিএনপি। নির্বাচনী প্রচারণার প্রথম দিনে শ্রীপুর গ্রামের ২ নং ওয়ার্ড বিএনপি নির্বাচনী প্রচারণা চালায়।
এ সময় বড়জালিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায় হুমায়ূন শিকদার এর নেতৃত্বে অংশগ্রহণ করেন শতাধিক নেতৃবৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলতাফ সরদার, মতিন তালুকদার, সদস্য সচিব মো আমিন মারুফ হাওলাদার ও সাবেক সাধারণ সম্পাদক হিজলা থানা যুবদল। আ: মতিন তালুকদার সিরিয়ার যুগ্ন আহবায়ক হিজলা থানা যুবদল, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর ২ নং ওয়ার্ডের সভাপতি অনু সর্দার, জাকির দেওয়ান, সাধারণ সম্পাদক মুজিব দেওয়ান নবু হাওলাদার হানিফ মেম্বার সাদেক হাওলাদার,নেহাল হোসেন লেকু, মামুন রায়, সোহাগ সিকদার, মনিররারী, জামাল বেপারী, বাবলু বেপারী, সুজন, হৃদয়,আল আমিন প্রমুখ।