৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

‘পারফর্ম করলে দরজা খোলা, নইলে নয়’

আপডেট: আগস্ট ২৮, ২০১৯

আফগানিস্তানের বিপক্ষে আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে একমাত্র টেস্ট সিরিজ। টেস্টে নবীন দল আফগানদের বিপক্ষে খেলতে নামার আগে টাইগার সতীর্থদের একটাই বার্তা দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

প্রাথমিক ক্যাম্পে থাকা সব ক্রিকেটারদের উদ্দেশ্যে সাকিব বলেছেন ‘পারফর্ম করো, দলে থাকো। পারফর্ম না করলে দলের বাইরে যাও।’

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ এবং ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দলের স্কিল অনুশীলন ক্যাম্প বুধবার শেষ হয়েছে। দু-একদিনের মধ্যে টেস্টের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্টের জন্য পেসারদের বাড়তি গুরুত্ব দেয়া হচ্ছে। দেশ সেরা ওপেনার তামিম ইকবাল বিশ্রামে থাকায় তার জায়গা নিয়েও ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। এজন্য জাতীয় দলের বাইরে থাকা বেশ কয়েকজন অভিজ্ঞ এবং নতুন খেলোয়াড়ের সুযোগ পাওয়ার কথা শোনা যাচ্ছে।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কারণে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে ডাক পেয়েছিলেন ফরহাদ। আসন্ন দুটি হোম সিরিজের জন্যও ৩৫ জনের প্রাথমিক দলে রয়েছেন তিনি। তবে টেস্ট দলে তার জায়গা পাওয়া কঠিন। ফরহাদেরও চোখ ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে। সর্বশেষ জাতীয় দলে খেলেছেন তিনি ২০১৪ সালে।

যে কোনো ফরম্যাটেই জাতীয় দলে সুযোগ পেলে খুশি হবেন ফরহাদ।

এই পেস অলরাউন্ডার বলেন, ‘দলে থাকব কি না, এটা আমার হাতে নেই। আমার কাজ হল পারফর্ম এবং ভালো করার চেষ্টা করা।’

ঘরোয়া ক্রিকেটে প্রায় সব ফরম্যাটেই আলোচনায় থাকা ফরহাদ জাতীয় দলে নিজেকে প্রমাণ করতে পারেননি।

গত মৌসুমে বিপিএলে ভালো পারফর্ম করায় ফরহাদ নতুন করে আলোচনায় আসেন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও ভালো খেলেছেন। পছন্দের ফরম্যাট ওয়ানডে ও টি-টোয়েন্টি হলেও যে কোনো ফরম্যাটের আন্তর্জাতিক ম্যাচ খেলতে প্রস্তুতি তিনি।

ফরহাদ বলেন, ‘ওয়ানডে, টি-টোয়েন্টি আমার পছন্দের খেলা। তারপরও যেটা হয়, ক্রিকেট তো খেলতে হবে। আমি সবসময় প্রস্তুত।’

সাকিব ও ফরহাদের একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ। সাকিব স্পিনিং অলরাউন্ডার, ফরহাদ পেস বোলিং অলরাউন্ডার। সাকিব এখন বাংলাদেশের সেরা খেলোয়াড়। গুঞ্জন আছে ফরহাদকে পছন্দ করেন না সাকিব। সামনে দুটি সিরিজে সাকিব অধিনায়ক।

নিজের অস্থান নিয়ে সাকিবের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে ফরহাদ বলেন, ‘সেরকম কিছু হয়নি। তবে সাকিব তো বলেই দিয়েছেন, পারফর্ম করলে দরজা খোলা, নইলে নয়।’

151 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন