আপডেট: সেপ্টেম্বর ১, ২০১৯
চলতি মৌসুম থেকে ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেয়া সব ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার এমন সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।
নতুন নীতিমালা অনুসারে ছয়টি আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন ৩২জন করে খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তিতে রাখতে পারবে। ছয়টি আঞ্চলিক ক্রিকেট বোর্ডের চুক্তিতে থাকা ১৯২জন ক্রিকেটারকে মাসিক ৫০ হাজার টাকা অনুসারে প্রতি বছর ছয় লাখ টাকা করে সম্মানি দেবে।
আগের নীতিমালা অনুসারে আঞ্চলিক ক্রিকেটাররা শুধু প্রথম শ্রেণির ম্যাচ ফির মাধ্যমে তাদের জীবন নির্বাহ করতেন। এখন চুক্তির আওতায় নিয়ে আসায় তাদের অর্থের জন্য আর দুশ্চিন্তা করতে হবে না।
শুধু চুক্তির আওয়াত নিয়ে আসাই নয়! চলতি মৌসুম থেকে ক্রিকেটারের ম্যাচ ফিও বাড়ানো হবে।
কায়েদ-ই-আজম ট্রফির একাদশে যারা থাকবেন তারা ম্যাচ ফি হিসেবে পাবেন ৭৫ হাজার টাকা।
পাকিস্তান কাপ ওয়ানডে টুর্নামেন্টে যারা একাদশে থাকবেন তারা পাবেন ৪০ হাজার টাকা করে। আর টি-টোয়েন্টি ম্যাচের জন্য একাদশে থাকা ক্রিকেটার পাবেন ৪০ হাজার টাকা করে।
এ দলের প্রথম শ্রেণির টুর্নামেন্টের একাদশে যারা থাকবেন তারা পাবেন ৩০ হাজার টাকা করে। ওয়ানডে আর টি-টোয়েন্টির জন্য ম্যাচ ফি হিসেবে পাবেন ১৫ হাজার টাকা করে।
আর অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটাররা তিনদিনের ম্যাচের জন্য ম্যাচ ফি পাবেন ১০ হাজার টাকা, একদিনের ম্যাচের জন্য পাবেন ৫ হাজার টাকা করে।