আপডেট: অক্টোবর ১২, ২০১৯
বিজয় নিউজ:: বরিশালের মাওলানা মো. এমরানুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার নারী ও শিশু চতুর্থ আদালতের একটি মামলায় তাকে শনিবার দুপুরে শহরের রুপাতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই এলাকার সাগরদী কামিল মাদ্রাসার শিক্ষক প্রভাষক মাওলানা এমরান ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নের হেমায়েত উদ্দিন হাওলাদারের ছেলে।
সংশ্লিষ্ট আদালতের দেওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এমরানকে গ্রেপ্তারে উদ্যোগ নেয় বরিশাল পুলিশ। শনিবার দুপুরে কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুল ইসলামের নেতৃত্বে একটি টিম তাকে শহরের রুপাতলী এলাকার সাগরদী কামিল মাদ্রাসার সম্মুখ থেকে গ্রেপ্তার করেন।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মাওলানা এমরানের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই মামলায় মাওলানা এমরানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণের প্রস্তুতিও নেওয়া হয়েছে।’