২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

ভারত সফরে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

আপডেট: অক্টোবর ১৭, ২০১৯

স্পোর্টস ডেস্ক :: আসন্ন ভারত সফরকে সামনে রেখে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

আসন্ন এই সফরকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বোর্ডের ঘোষিত দলে ফিরেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। শ্রীলংকা সফর শেষে তিনি দুই মাসের ছুটি নেন। যে কারণে সবশেষ ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে চট্টগ্রাম টেস্ট এবং আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেনন।

তামিম ইকবাল ছাড়াও দলে ফিরেছেন আরাফাত সানি ও আল আমিন হোসেন। চলমান জাতীয় লিগের প্রথম রাউন্ডে দুর্দান্ত বোলিং করেছেন সানি।

তবে ডাক পাচ্ছেন তরুণ উদীয়মান ক্রিকেটার নাঈম শেখ।

আগামী ৩ নভেম্বর দিল্লিতে টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে সিরিজের আনুষ্ঠানিকতা শুরু হবে।েএরপর হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

140 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন