৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

টি-টেন লিগে সুযোগ পেয়েও খেলা হচ্ছে না জুনায়েদ-সানিদের

আপডেট: অক্টোবর ২৫, ২০১৯

স্পোর্টস ডেস্ক::  ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দশ ওভারের ক্রিকেট টি-টেন লিগে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলা টাইগার্স দল। যেখানে বাংলাদেশি ও বিদেশীদের সমন্বয়ে শক্তিশালী এক দলই ঘোষণা করেছিল তারা।

কিন্তু অনাপত্তিপত্রজনিত সমস্যার কারণে রদবদল আনতে হয়েছে বাংলা টাইগার্স স্কোয়াডে। প্লেয়ার্স ড্রাফটের পর গঠিত স্কোয়াডে বাংলাদেশের খেলোয়াড় ছিলেন ৭ জন। যেটি এখন কমে দাঁড়িয়েছে মাত্র ২ জনে।

অর্থাৎ সাতজনের মধ্যে পাঁচজনই টি-টেন লিগে খেলার অনাপত্তিপত্র পাননি। তারা হলেন জুনায়েদ সিদ্দিকী, ইয়াসির আলি, মেহেদী হাসান, আরাফাত সানি ও আবু হায়দার রনি।

এই পাঁচজনের বদলে পাঁচজন বিদেশি খেলোয়াড়কেই বেছে নিয়েছে বাংলা টাইগার্স কর্তৃপক্ষ। নতুন করে লিয়াম প্ল্যাংকেট, ডেভিড ভিসা, হাসান খান, শিহান জয়সুরিয়া ও মোহাম্মদ আবুল হাশেমকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশি হিসাবে আছেন কেবল এনামুল হক বিজয় ও ফরহাদ রেজা।

এই টুর্নামেন্টে বাংলা টাইগার্স দলের কোচ বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। তার দিক নির্দেশনাতেই খেলবেন থিসারা, ফকনাররা। ম্যানেজার থাকছেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল।

আট দলের এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৫ নভেম্বর। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল।

উল্লেখ্য, আবুধাবির ঐ টি টেন ক্রিকেট আসরের প্লেয়ার্স ড্রাফটে বাংলা টাইগার্সের স্বত্ত্বাধিকারি চট্টলার সন্তান ইয়াসিন চৌধুরী স্ব শরীরে উপস্থিত থেকে অংশ নিয়েছেন। তার সাথে আরেক নামি ক্রীড়া সংগঠক ও ক্রিকেট অন্তঃপ্রাণ সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীরও উপস্থিত ছিলেন।

ড্রাফটের পর গঠিত বাংলা টাইগার্স স্কোয়াড : থিসারা পেরেরা (আইকন), কলিন ইনগ্রাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, আন্দ্রে ফ্লেচার, কায়েস আহমেদ, জেমস ফকনার, এনামুল হক বিজয়, ফরহাদ রেজা, চিরাগ সুরি, জুনায়েদ সিদ্দিকী, ইয়াসির আলি, মেহেদী হাসান, আরাফাত সানি ও আবু হায়দার রনি।

চূড়ান্ত হওয়া বাংলা টাইগার্স স্কোয়াড : থিসারা পেরেরা (আইকন), কলিন ইনগ্রাম, আন্দ্রে ফ্লেচার, রাইলি রুশো, লিয়াম প্ল্যাংকেট, কায়েস আহমেদ, এনামুল হক বিজয়, রবি ফ্রাইলিংক, ডেভিড ভিসা, হাসান খান, ফরহাদ রেজা, শিহান জয়সুরিয়া, চিরাগ সুরি এবং মোহাম্মদ আব্দুল হাশেম।

147 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন