১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

বাড়ির ওপর ভেঙে পড়ল বিমান

আপডেট: অক্টোবর ৩১, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ওপর একটি ছোট বিমান ভেঙে পড়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের উত্তর-পূর্বাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে।

বেসামরিক বিমান চলাচল প্রশাসনের মুখপাত্র ক্যাথলিন বার্নগেন সিএনএনকে বলেন, পিপার পিএ-২৮ বিমানটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে আটলান্টার উত্তর-পূর্বাঞ্চলের চ্যাম্বলি এলাকার ডেকাল্ব-পিচট্রি বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।

পরে বিমানটি একটি অ্যাপার্টমেন্ট ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় হতাহতের বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা।

পিপার পিএ-২৮ বিমান সাধারণত এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান। এতে দুই থেকে চারটি আসন থাকে। ডেকাল্ব-পিচট্রি বিমানবন্দর জর্জিয়া অঙ্গরাজ্যের দ্বিতীয় ব্যস্ত বিমানবন্দর। এই বিমান বন্দরে বছরে প্রায় ২ লাখ ৩০ হাজার বিমান ওঠানামা করে।

118 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন