আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২০
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:: বন্যা প্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয়নকেন্দ্র নির্মান (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরে সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলায় বাস্তবায়নাধীন উপজেলার দক্ষিন বংশীকুন্ডা ইউনিয়নের দাতিয়ার পাড়া লায়েছ ভূইঁয়া উ”চ বিদ্যালয় বন্যা আশ্রয়নকেন্দ্র এর নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মো: মুনতাসির হাসান পলাশ,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবু তালেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, উপ সহকারী প্রকৌশলী মো: মাহমুদুল হাসান, দক্ষিন বংশীকুন্ডা ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ, উত্তর বংশীকুন্ডা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসাইন, দক্ষিন বংশীকুন্ডা ইউপির সাবের চেয়ারম্যান মো: সাইদুর রহমান প্রমুখ। বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন হবে বলে জানা গেছে। তারই ধারাবাহিকতায় আজ ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় প্রকল্পের বৃত্তি প্রস্তর স্থাপন করা হয়।