১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

সিঙ্গাপুর যাওয়ার সময় পাবেন তো?

আপডেট: জানুয়ারি ৭, ২০২১

জাহিদুল হক ইমরান :: আপনারা যারা হাসপাতালে গিয়ে নাক সিট্কান, ঢাকা – ইন্ডিয়া – সিংগাপুরের কথা বলেন হঠাৎ যখন অসুস্হ হবেন ওখানে যাবার সময় পাবেন তো?
যত বড় ব্যক্তিই হোন, সময় কিন্তু কেউই পাবেন না। বৃহত্তর বরিশালের জনগনের শেষ আশ্রয়স্থল শের- ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কথা বলছি,
আপনি কি জানেন অযত্নে অবহেলায় জড়াজীর্ন হাসপাতালটি নিজেই আই সি ইউ তে আছে ।
Accident করে Head Injury নিয়ে আসবেন?
নিউরোসার্জন নাই !
Haemorragic Stroke এ একই সমস্যা ।
হার্ট এ্যাটাক নিয়ে আসবেন?
আই সি ইউ আছে কিন্তু অকেজো !
হার্ট ব্লক নিয়ে আসবেন? রিং পরানো লাগবে? কিচ্ছু নাই, ঢাকা যান।
কিডনি সমস্যা? মেডিকেলও সমস্যায় আছে। বাঁচতে হইলে ঢাকা যান।
রক্তনালী কাইট্টা আইছেন? Vascular Surgery বলতে কিছুই নাই ।
MRI মেশিন নষ্ট !! সিটি স্কান অচল !!
হাসতেছেন? ভাবতেছেন আমার কি?
বাড়ী বরিশাল বিভাগে হইলে একখান কথা আছে, একদিনের জন্য হইলেও তো বাড়ী আসেন, এ্যাটাক বা এ্যাকসিডেন্ট কিন্ত হঠাৎ করেই হবে !!
আর তখন?
ঢাকা বা সিংগাপুর যাওয়ার সময় পাইবেন না। শতশত নাম না জানা রুগীদের মৃত্যুর কাছে অসহায় আত্মসমর্পণ দেখি আর নিজের বিবেকের কাছে কুকড়ে মরি।
যারা রাজনীতিবীদ সমগ্র দেশের নীতিনির্ধারনী বরিশালে বাড়ী, যারা প্রশাসনের লোক, বরিশালে বাড়ী, আর দেরী কইরেন না।
নিজেকে বাঁচাতে পরিবারের লোককে বাঁচাতে কিছু করুন, ডাক্তার সাহেবরা অসহায়।
বড় স্যাররা কেউ নাই। নতুন কোন ডিপার্টমেন্ট নাই, একটা বিল্ডিং ১৮ বছর ধইরা উঠতেছে, নিজের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে সবাই মিলে মেডিকেলের দিকে একটু খেয়াল দিবেন !!

143 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন