১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

১৩৩ আরোহী নিয়ে চীনে বিমান বিধ্বস্ত

আপডেট: মার্চ ২১, ২০২২

অনলাইন ডেস্ক:: দক্ষিণ-পূর্ব চীনের পার্বত্য এলাকায় দেশটির বেসরকারি বিমান পরিবহণ সংস্থা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

১৩৩ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমানটি সোমবার সকালের দিকে দেশটির গুয়াংশি অঞ্চলের পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। খবর সিসিটিভির।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে— এ দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পরই সেটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়তে দেখা গেছে।

98 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন