২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

জয়নগরে নৌকারয় আগুন-পুরছে প্রচারনা ক্যাম্প

আপডেট: জুন ১১, ২০২২

সাইফুল ইসলাম::বরিশালের মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার জয়নগর ইউপি নির্বাচনে নৌকা প্রতিক পোড়ানোর অভিযোগ উঠছে প্রতিদন্দ্বি প্রার্থি চশমা মার্কার বিরুদ্ধে। এ নিয়ে ঐ ইউনিয়নে সার্কেল এসপি, ওসি কাজিরহাট, ক্যাম্প ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।


নৌকা প্রতিক প্রার্থী সেকান্দার আবুজাফর জানান শুক্রবার ভোর রাতের দিকে স্থানীয় রহমানের হাটের প্রচারণা কার্যালয়ে আগুন দেন প্রতিপক্ষ চশমা প্রতিকের গ্রুপ। একই অভিযোগ ঘর মালিক শামসুদ্দিন বেপারীর। তার দাবি আগে থেকেই চশমা প্রতিকের প্রার্থী মনির হোসেন হাওলাদার এ ঘর নৌকার প্রার্থীর কাছে ভাড়া দেয়ায় ক্ষিপ্ত। এ নিয়ে তাকেও বেশ কবার হুমকী দেন।
স্থানীয় মজু, সবুজ, খালেক বেপারী সহ একাধিক ব্যাক্তি জানান, ভোর রাতে নামাজ আদায় করতে এসে নৌকায় আগুন দেখতে পান। একপর্যায় তাদের ডাকচিৎকারে বেশকিছু লোকজন জড়ো হয়। ততক্ষনে ঘরের কিছু অংশ এবং নৌকা পুরে যায়।সকলে মিলে আগুন নিয়ন্ত্রনে আনেন।
নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান স্থানটি মনির হাওলাদারের বাড়ির সন্নিকটে এবং তার ওয়ার্ডে। তিনি বিশেষ ব্যাক্তির অস্থা ভাজন হওয়াতে নৌকার প্রচারনা চালাতে বাঁধা সৃষ্টি করে আসছেন আগে থেকেই। এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনির বাহিনী শামিম গাজির একটি হোন্ডা পুরে ফেলেন। এর কোন আইনী ব্যবস্থা নেয়নি প্রশাসন।
ঘটনার পর জয়নগর ইউনিয়ন ক্যাম্প ইনচার্জ আঃ রব, কাজিরহাট থানা অফিসার ইনচার্জ যুবায়ের হোসেন 10টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন করেন এসপি সার্কেল বাবুল আকতার। রিপোট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। তারা জানান- তদন্ত চলছে । পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা।
এদিকে আবুজাফর জানান, তিনি বিষয়টি প্রশাসনের সকল দপ্তরকে অবহিত করেছেন। অবহিত করেছেন জলীয় হাইকমান্ডে।
অপর দিকে মনির হাওলাদারে ভাই মিলন হাওলাদার জানান, তার ভাই এমপি প্যানেলের সমর্থক। তাই তাকে ফাসানোর চেষ্টা মাত্র।

97 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন