২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

হিজলায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেলা্লোই মেশিন বিতরণ

আপডেট: আগস্ট ৯, ২০২২

হিজলা প্রতিনিধি :: মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা – এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিনী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মা,  বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার ৮ আগস্ট সকাল এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে বঙ্গমাতার জীবনী নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার খান শামীম পারভেজ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফাতেমা মাহজাবীন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গাফফার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিগণ। আলোচনাসভার শেষে দিবসটি উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে সাতজন প্রশিক্ষণ প্রাপ্ত দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সেলাই মেশিন প্রাপ্তরা হলেন, বড়জালিয়া ইউনিয়নের বাহেরচরের রহিমা খানম, খুন্না গোবিন্দপুরের তানজিলা, বাউশিয়ার নিলু রাণী, হোসনেয়ারা। গুয়াবাড়িয়া ইউনিয়নের মুন্নি বেগম, হরিনাথপুর ইউনিয়নের লিমা বেগম ও ইয়াসমিন বেগম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ মহিউদ্দিন।
124 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন