২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ধর্মপাশায় কৃষি অধিদপ্তর ৭০%ভুর্তকিতে মেটাল এগ্রিটেক (মাড়াই মেশিন) কৃষকের কাছে হস্তান্তর

আপডেট: নভেম্বর ২, ২০২২

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):; সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ৭০% ভুর্তকিতে কৃষকদের কাছে কৃষি যন্ত্রাংষ হিসেবে মেটাল এগ্রিটেক (ধান কাটার একটি মেশিন) কৃষকের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল ৩১ অক্টোবর সোমবার দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ কমপ্লেক্স এর সামন থেকে নবগঠিত মধ্যনগর উপজেলাধীন উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ভোলাগঞ্জ গ্রামের আব্দুল হাই এর ছেলে জসীম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে। মেটাল এগ্রিটেক (ধান কাটার মেশিন) এর বর্তমান বাজার মূল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বাংলাদেশ কৃষি অধিদপ্তর ভর্তকি দিচ্ছে ১৬ লাখ ৪৫ হাজার টাকা। মাত্র ৭ লাখ ৫ হাজার টাকার বিনিময়ে ২৬ লাখ ৫০ হাজার টাকার মাড়াই মেশিন হস্তান্তর। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সানমুন হাসান বিপ্লব, উপজেলা অতিরিক্ত দায়িত্বে থাকা কৃষি অফিসার মোঃ হাসান উদ-দৌলা, আওয়ামী লীগ নেতা আজাহারুল ইসলাম পি.কে (দিদার মিয়া), মোঃ কামরুল ইসলাম উপজেলা কৃষি উপসহকারি উদ্ভিত সংরক্ষন কর্মকর্তা, মোঃ কবির হোসেন উপ সহকারি কৃষি কর্মকর্তা, এছাড়াও কৃষি অফিসের অন্যান কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

115 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন