২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

ধর্মপাশায় মিষ্টি কুমড়া চ চাষে স্বাবলম্বী

আপডেট: জানুয়ারি ২৫, ২০২৩

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা, সুনামগঞ্জ::সুনা মগঞ্জের ধর্মপাশায় এই প্রথম মিষ্টি কুমড়া চাষে স্বাবলম্বী হয়েছেন এক কৃষক।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়ার চাপুর গ্রামের তরুণ উদ্যোক্তা প্রিতমের মিষ্টি কুমড়া চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা। উপজেলার পাইকুরাটি ইউনিয়নেরচ চকিয়ার চাপুর গ্রামের সামনে অনাবাদি পতিত ২৩ একর জমিতে মিষ্টি কুমড়া চাষের মাধ্যমে এলাকার চাহিদা পূরণকরে অন্যান্য জেলায় রপ্তাণীকরা সম্ভব হবে বলে উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জানান।
এব্যাপারে উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্নাসরজমিন পরিদর্শন করে বলেন, একজন একযোগে এতো জমিতে মিষ্টি কুমড়া চাষ বিরলও অ্যান্য উদাহরন এবং তরুণ উদ্যোক্তা হিসেবে কৃষি ক্ষেত্রে দ্রষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরো জানান উপজেলা কৃষি অফিসের পক্ষ হতে পরামর্শ সেবা অব্যাহত আছে এবং নিরাপদ সবজি উৎপাদনে প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। ভবিষ্যতে যেন অন্যান্য কৃষক মিষ্টি কুমড়া অথবা সবজি চাষে আগ্রহ লাভ করে এবং জমির যথাযথ ব্যবহার করে উপজেলার অভ্যন্তরীন সবজির চাহিদা পূরন করে সারা দেশে সবজি সরবরাহ করতে পারবে। তরুণ উদ্যোক্তা প্রিতম জানান, প্রতি বিঘা জমিতে ৮০ হাজার টাকা উৎপাদন খরচ হয়েছে এবং বর্তমান বাজার মূল্যে বিঘা প্রতি ১ লক্ষ্য ৫০ হাজার টাকার মিষ্টি কুমড়া বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন।

40 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন