৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির বিষয় কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: আগস্ট ২১, ২০২৩

উজিরপুর প্রতিনিধিঃ: বরিশাল জেলার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসেবে ২১ আগস্ট সোমবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তা ও কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে এক কর্মশালার আয়োজন করা হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র থেকে জানা যায়, বাংলাদেশ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এন,সি,ডি নামক একটি সেবা চালু করার হয়েছে। তারই ধারাবাহিকতায় উপজেলার প্রত্যেকটি কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ কে সামনে রেখে, কমিউটি ক্লিনিকের প্রতিনিধিদেরকে এক কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী,কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির বিভাগীয় কর্মকর্তা ডাঃ ইকবাল আহমেদ খান, সারভেলেন্স মেডিকেল অফিসার ডাঃ মোঃ আহসান উজ জামান। কর্মশালায় অংশ গ্রহণকারী কর্মকর্তা ও প্রতিনিধিদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে বুঝিয়ে দেওয়া হয় ।

242 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন