আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৩
এস এম রাজ্জাক পিন্টু,ঝালকাঠি:: ঝালকাঠিতে ৭০ বছরের বৃদ্ধ মজিবর হাওলাদার কতৃক তৃতীয় শ্রেনীর ছাত্রী ধর্ষিত। আটককৃত ধর্ষক মজিবর হাওলাদার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কাঠিপাড়া গ্রামের আব্দুর রব ওরফে চানু হাওলাদারের ছেলে। এ বিষয়ে নলছিটি থানায় মামলা নং-০৮ রুজু হয়েছে। মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, ১০ সেপ্টেম্বর বেলা ১২ টার সময় তৃতীয় শ্রেণীর ছাত্রী ছন্দা মনি (ছদ্ম নাম) নিজ বাসায় একা ছিল তার মা একটি মিটিং এ অংশগ্রহনের জন্য তার ছেলে রিয়াজুলকে সাথে নিয়ে সেই মিটিং এ অংশগ্রহন করে, তখন বাড়ির উপরে থাকা মজিবর হাওলাদার পান খাওয়ার কথা বলে ছন্দা মনিকে ধর্ষন করে। পরে মামলা হলে ১১ সেপ্টেম্বর অভিযুক্ত মজিবর হাওলাদারকে কাঠিপাড়া থেকে আটক করতে সক্ষম হন নলছিটি থানা পুলিশ। আটককৃত মজিবর হাওলাদার ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় সত্যতা শিকার করে জবানবন্ধী দিয়েছে পরে আদালত মজিবরবে কারাগারে প্রেরন করে অপরদিকে ভিকিটিম এর ২২ ধারায় জবানবন্ধী শেষে মেডিকেলে প্রেরন করা হয়েছে।