২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

থামছে না বরিশাল নগরীর ত্রিশ গোডাউন ধানগবেষনা সড়ক, অপসোনিনে রাতের আধারে অবৈধ ভাবে বালু ভরাট

আপডেট: ডিসেম্বর ৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: কোন ভাবেই থামছে না নগরীর ত্রিশ গোডাউন ও রুপাতলী এলাকায় অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু ভরাট। অভিযোগ উঠেছে সিটি করপোরেশনকে ম্যানেজ করে এই বালু ভরাট করছে স্থানীয় নামধারী সুবিধা ভোগী

বিএনপি। এর সাথে যোগ হয়েছে আলীগের কতিপয় নেতা। খোজ নিয়ে জানাযায় রুপাতলী ধান গবেষণা সড়ক, ১২ নং ওয়ার্ডের ত্রিশ গোডাউন, ধান গবেষনা সড়কের খেয়াঘাট ও দক্ষিণ রুপাতলীর দপদপিয়া সেতুর সংলগ্ন এলাকায় রাতের আধারে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে পুকুর ও জলাশয় ভরাট চলছে দীর্ঘ দিন ধরে। অভিযোগ উঠেছে সিটি করপোরেশনের আর আই সালাউদ্দিন কে ফুটে ফুটে টাকা দিয়ে বালু ভরাট করছে। আর এতে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের ক্ষমতার প্রভাব বিস্তার করে বহিষ্কার হওয়া বিএনপি নেতা সাবেক কাউন্সিলর ফিরোজ আহম্মেদ খেয়াঘাট সহ দপদপিয়া সেতুর নিচে বালু ভরাট করছে করছে। এছাড়াও বালু ভরাট করছে ওয়ার্ড যুবদলের সদ্য আহবায়ক নুরুজ্জামান, সাদ্দাম, আসাদ, রাকিব সহ স্থানীয় আলীগ নেতা আনিচ মুহুরীর ক্যাডার ইউনুস হাওলাদার, মিরাজ । অপরদিকে ৩০ গেডাউন সংলগ্ন ড্রেজার লাগিয়ে ১২ নং ওয়ার্ড ও তার আশপাশে জলাশয় ভরাট করছে বিএনপি নেতা সাবেক কমিশনার কেএম শহিদুল্লাহ। নগরীতে পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই নগরী সহ ধান গবেষণা, রুপাতলী এলাকায় ব্যাপক জলবদ্ধতার সৃষ্টি হয়। এমনকি পুরো বর্ষা মৌসুমে রুপাতলী ২৪ নং ওয়ার্ড এলাকা পানির নিচে ডুবে থাকে। আলীগ সরকারের সময় ধান গবেষণা সড়ক, রুপাতলী সহ আশপাশ এলাকায় তেমন উন্নয়নের ছোয়া লাগেনি। এমনকি জলবদ্ধতা দুর করার জন্য কোন ড্রেনেজ নির্মাণ কাজ হয়নি।
ধান গবেষণা সড়কের বাসিন্দারা জানান বৃষ্টি মৌসুমে পুরো এলাকা জলবদ্ধতা থাকে । এতে করে আলীগের সরকারের সময়ের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সিটি এলাকায় ড্রেজার দিয়ে বালু ভরাট বন্ধ করে দেয়। এভাবে দীর্ঘ বছর বরিশাল সিটি করপোরেশন এলাকায় ড্রেজার দিয়ে বালু ভরাট বন্ধ ছিলো। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের পর স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের পর দেশে অন্তর্ভুক্তী সরকার গঠন হয়। স্থানীয়রা জানান দীর্ঘ বছর অত্র এলাকায় ড্রেজার দিয়ে বালু ভরাট বন্ধ ছিলো। কিন্তু গত ৫ আগষ্টের পর জিয়া উদ্দিন সিকদারের প্রভাব বিস্তার করে স্থানীয় বিএনপির ও আলীগ মিলেমিশে ড্রেজার দিয়ে বালু ভরাট শুরু করেছে ম্যানেজ করে ফুটে ফুটে টাকা দিয়ে বিএনপির ও আলীগ ধান গবেষণা সড়কের জিয়া নগর খেয়াঘাট,, গ্যাসটারবাইন খান সড়ক এলাকায় কীর্তনখোলা নদীর পাশে ড্রেজার দিয়ে পাইপ স্থাপন করে রাতের আধারে বিভিন্ন বসত বাড়ীর পুকুর, ডোবা নালা বালু দিয়ে ভরাট চলছে। এভাবে বালু ভরাট চলতে থাকলে আগামী বৃষ্টি মৌসুমে জলাবদ্ধতা চরম আকার ধারন করবে। এদিকে ২৫ নং ওয়ার্ড এলাকায় অপসোনিন সংলগ্ন এলাকায়ও অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু ভরাটু করছে জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে।

99 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন