২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় খোকন হত্যার অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট: এপ্রিল ৬, ২০২৫

সন্দ্বীপ প্রতিনিধি ঃ ঃ  গত বৃহস্পতিবার মুছাপুর ৫ নং ওয়ার্ড আজমতের গৌ বাড়িতে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলাম খোকন হত্যার প্রতিবাদে ও অভিযুক্ত সকলের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, ৬ এপ্রিল রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদের কমপ্লেক্স গেইটে এ মানববন্ধন করা হয়। সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন

নজরুল ইসলাম খোকনের ১০ বছর বয়সী একমাত্র ছেলে ওমর হাসান নাহিদ, আবদুর রহিম, জসিম, লালন, সোহাগ, শহিদুল ইসলাম, জামাতা ইসমাইল হোসেন, সংবাদ কর্মি মাহমুদুর রহমান প্রমুখ। বক্তব্য খোকন পরিবার বলেন নিজের বিক্রিত সম্পত্তিও খরিদদার কে বুঝিয়ে দিতে বেসরকারি চাকুরীজীবি খোকন চট্টগ্রাম থেকে ঈদের ছুটিতে বাড়িতে আসে। বৃহস্পতিবার জায়গা টি বুঝিয়ে দেয়ার সময় শাহেদ খান আকলিমা সহ ৬/৭ জন গং বাধা প্রদান করে, খোকন কে গাছ দিয়ে মাথা থেতলে দেয় এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু বরণ করে। আমারা এ হত্যাকারিদের দ্রুত বিচার করে ফাঁসি দাবি করছি।

74 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন