৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

চট্টগ্রাম এর সন্দ্বীপে গুপ্তছড়া ফেরিঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট: মে ১৯, ২০২৫

সন্দ্বীপ (চট্টগ্রাম)  প্রতিনিধি ঃঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ফেরিঘাট এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার (১৯ মে) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, ফেরিঘাট চালু হওয়ার পর থেকেই ঘাট সংলগ্ন এলাকায় অপরিকল্পিতভাবে একাধিক ছোট দোকান গড়ে উঠতে থাকে। এতে যাত্রীসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছিল এবং পরিবেশেরও অবনতি হচ্ছিল।

বিআইডব্লিউটিএ বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক মোঃ কামরুজ্জামান জানান, “আমরা প্রায় ২০ দিন আগে দোকান মালিকদের নোটিশ দিয়েছিলাম অবৈধ স্থাপনা সরিয়ে নিতে। কিন্তু তারা কোনো কর্ণপাত না করে বরং নতুন করে আরও দোকান নির্মাণ শুরু করে। ফলে বাধ্য হয়ে গতকাল চূড়ান্ত নোটিশ জারি করি এবং আজ ইউএনও মহোদয়সহ উচ্ছেদ অভিযান পরিচালনা করি।”

অভিযানে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের ভোগান্তি রোধে ও ফেরিঘাট এলাকার শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

84 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন