আপডেট: জুলাই ৩, ২০২৫
স্টাফ রিপোর্টার,ঃঃ বরিশাল নগরীর লাকুটিয়া সড়কের সাধুর বটতলা এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতবাড়ি ও দুইটি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। আগুনে এক প্রতিবন্ধী ব্যক্তি আহত হয়েছেন। অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ওই এলাকার রফিক হাওলাদারের তেলের দোকান থেকে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান পাশের শহিদুল ইসলামের চায়ের দোকান ও দুইটি বসতবাড়িতে ছড়িয়ে পরে।
খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বরিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. লিটন আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে আগুনের লেলিহান তেলের দোকান, চায়ের দোকান ও দুইটি বসতবাড়িতে ছড়িয়ে পরে। পরবর্তীতে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানিয়েছেন, একটি বসতবাড়ি থেকে আহতাবস্থায় একজন প্রতিবন্ধী ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।