২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের এক দফা দাবিতে বিক্ষোভ

আপডেট: জুলাই ৭, ২০২৫

স্টাফ রিপোর্টার ঃঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনষ্টিটিউট অফ টেকনোলজি মডেলের আদলে স্বতন্ত্রতা নিশ্চিতের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনষ্টিটিউট অফ টেকনোলজি মডেলের আদলে একটি কার্যকর, টেকসই ও স্বায়ত্তশাসিত কমিশন গঠণ এবং প্রতিটি সরকারি প্রকৌশল কলেজের একাডেমিক স্বতন্ত্রতা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে সময়োপোযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি করেন।

পরে তাদের দাবি নিয়ে বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন শিক্ষার্থীরা বলেছেন, তাদের দাবী দ্রুত  মেনে নেওয়া না হলে তারা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।এ সময় কর্মসূচিতে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

152 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন