২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

এম আর কলেজের বিদ্যেৎসাহী সদস্য হিসেবে আনিস আকতার টিটু মনোনীত

আপডেট: জুলাই ১০, ২০২৫

সন্দ্বীপ  প্রতিনিধি, (চট্টগ্রাম)ঃঃ সন্দ্বীপের মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের বিদ্যেৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাবেক ছাত্রনেতা আনিস আকতার টিটু।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত ৯ জুলাইয়ের প্রজ্ঞাপনে আনিস আকতার টিটুকে এ পদে মনোনয়ন দেওয়া হয়।

আনিস আকতার টিটু চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি সাবেক কলেজ পরিদর্শক অধ্যক্ষ নুরুল আকতার-এর মেঝো পুত্র।

  • টিটু ২০১২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১১ সালে তিনি সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ২০১৬ সালে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
94 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন